শেরপুর (বগুড়া)প্রতিনিধি :
বগুড়া শেরপুর উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ ছাত্তার সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী পুরস্কারে ভূষিত হয়েছেন। গত ২৫ শে জুলাই শ্রুতিবিত্ত (ভারত) এবং আলোকিত বাংলার মুখ (বাংলাদেশ) এর যৌথ আয়োজনে কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
এর আগেও তিনি সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা একে ফজলুল হক গোল্ডেন এ্যাওয়ার্ড লাভ করেন।
সাবেক চেয়ারম্যান আবদুস সাত্তারের সাথে কথা বলে জানাযায় তিনি (২০০৩-২০১১ ৮বছর)পর্যন্ত চেয়ারম্যান ছিলেন। জন্ম নিবন্ধন, বাল্যবিবাহ নিরোধ এবং ১০০% স্যানিটেশন নিশ্চত করণের জন্য মন্ত্রণালয় কর্তৃক মডেল ইউনিয়নের স্বীকৃতি লাভ করেন। তার দায়িত্বকালীন সময়ে সর্বোচ্চ রাজস্ব আদায় করতে সক্ষম হন।
অরক্ষিত জমিকে সুরক্ষিত করে ইউনিয়নে প্রথম বাজার (ফুলবাড়ী বাজার) স্থাপন করেন। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন তার সময় নতুন করে নির্মাণ করা হয়।তার সময়ে পরিষদের অর্থায়নে উইলিয়াম প্রজেক্টের স্থাপনা নির্মাণ করা হয়। তিনি আরো বলেন বিবাদ মিমাংসা নিষ্পত্তিতে জেলার প্রথম স্থান লাভ করেন।তিনি তার এই এ্যাওয়ার্ড পাওয়ার ফলে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।