সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ২:১৯ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শাজাহানপুরে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে স্কুল ছাত্র ফয়সাল ফাহিম শিশির (১৭) কে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ( ৯আগষ্ট) সকাল ১০টায় উপজেলার সাজাপুর এলাকা থেকে স্থানীয়দের সংবাদে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। ফাহিম ফয়াসাল উপজেলার মাঝিড়া ইউনিয়নের শাহাদত হোসেন সাজুর ছেলে এবং সুলতানগঞ্জ হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, গতরাত ১১.৩০ ঘটিকায় ফোন আসলে ফাহিম বাইরে যায়। খেলাধূলা নিয়ে কিছু ছেলের সাথে তার দন্দ্ব ছিল। তারাই হয়তো ফাহিমকে ছুরিকাঘাতে হত্যা করে কচুক্ষেতে ফেলে দিয়েছে।
এলাকাবাসী জানান, সকাল ১০ঘটিকায় ফসলি জমির মধ্যে লাশ দেখা যায়। তাৎক্ষনিক শাজাহানপুর থানায় খরব দিলে পুলিশ ঘটনা স্থানে আসে। নিহতের শরীরে ৬০ এর অধিক চাকুর খোচা রয়েছে। লাশের দুই সাইটে মাটিতে ইংরেজিতে n ও s লিখা ছিলো। তবে এটা কিসের সংকেত তা এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানা পুলিশের ( তদন্ত) পরিদর্শক আব্দুর রউফ জানান, নিহত ফাহিমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের ছুরিকাঘাতে চিহ্ন রয়েছে। ফাহিম হত্যাকান্ডের রহস্য ও জড়িতদের গ্রেফতার পুলিশ কাজ করছে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *