সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

নওগাঁয় ৬ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী আটক

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে ৬ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার (৯ আগষ্ট) রাত ৯টায় উপজেলার মাতাজী হাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-উপজেলার রাইগাঁ গ্রামের শ্রী অমল মহন্তের ছেলে শ্রী উজ্জল মহন্ত (২৪), কুসুমশহর গ্রামের গোলাম মোস্তফার ছেলে সোহেল রানা(৩২), হরিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মেহেদি হাসান(৩২), রাইগাঁ গ্রামের দেলোয়ার মোল্লার ছেলে রুহুল আমীন(২৬), কৃষ্ণপুর গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে মেহেদি ইসলাম (৩০), দশ খিরশিন গ্রামের মজিবর রহমানের ছেলে সোলায়মান আলী(২৫)।

মঙ্গলবার রাত সাড়ে ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো.আমিনুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার রাত ৮টা হতে ৯টা পর্যন্ত মহাদেবপুরের মাতাজী হাট এলাকায় অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার দায়ে ওই ৬ জনকে আটক করা হয়। এ সময় সিপিইউ ৬টি, হার্ড ডিক্স ৯টি, মনিটর ৬টি, মাউস ৬, কী-বোর্ড ৬টি সহ বিভিন্ন ক্যাবল জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *