সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৯:২০ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

নওগাঁয় নিখোঁজের দুই দিন পর ভিক্ষুকের মৃতদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছিতে পুকুরপাড় থেকে ভিক্ষুকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের চকগোপিনাথ গ্রামের মৃত লীলা বকসির ছেলে আয়েজ উদ্দীন (৭০) গত ১১ই আগস্ট বৃহস্পতিবার বিকেলে তার স্ত্রীর সাথে মনোমালিন্য হলে এক পর্যায়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে যান। ঐ দিন সন্ধ্যায় ভিক্ষুক আয়েজ উদ্দীন বাড়িতে না ফিরলে তাকে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরের দিন শুক্রবার ভিক্ষুকের দুই ছেলে বিভিন্ন জায়গায় তার বাবাকে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেলে নিরুপায় হয়ে বাড়িতে ফিরে আসে।

নিখোঁজের দুই দিন পর ১৩ই আগস্ট শনিবার বিকেল ৫টার দিকে ঐ বৃদ্ধের বাড়ী হইতে হাফ কিলোমিটার পশ্চিমে জনৈক মকবুল হোসেন সাবেক মেম্বারের পুকুর পাড়ে তার অর্ধগলিত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বদলগাছি থানা পুলিশকে খবর দেয়। এসময় লাশের শরীরের বিভিন্ন জায়গায় পোকাড় আক্রমণে পচন ধরে ছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে বদলগাছী, মহাদেবপুর এর সার্কেল এসপি এটি এম মাইনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহা.আতিয়ার রহমান, ওসি তদন্ত রায়হান হোসেন এবং এস আই মনোয়ার জাহান উপস্থিত ছিলেন ।

পরিবার ও স্থানীয়রা জানান, নিহত আয়েজ উদ্দীন ভিক্ষা করতো। তার কারও সাথে কোন শত্রুতা ছিল না। ঐ ভিক্ষুকের দুই ছেলে অন্য জায়গায় বসবাস করতো আর ছোট ছেলেসহ তার স্ত্রী লাইলীকে নিয়ে সে এক বাড়িতে বসবাস করতো।

এবিষয়ে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা.আতিয়ার রহমান জানান, চকগোপিনাথ গ্রামের আয়েজউদ্দীন পেশায় একজন ভিক্ষুক ছিলেন, তিনি দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। ঠিকমত চলাফেরা করতে পারতেন না। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি পুকুর পাড়ে উঠার সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে এবিষয়ে কোন অভিযোগ নেই। পরিবার এবং স্থানীয়দের আবেদন এর প্রেক্ষিতে লাশটি দাফন করার জন্য দেওয়া হয়েছে। তবে এবিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *