সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

নওগাঁয় মহাসড়কে অবৈধ ট্রাক্টর বন্ধের দাবীতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরের চৌমাশিয়া মোড়ে মাটিবাহী ট্রাক্টর দিয়ে মহাসড়কে মাটি পরিবহন করার প্রতিবাদে রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে প্রথম আলো বন্ধু ফোরাম এর আয়োজনে সড়ক দুর্ঘটনা এড়াতে মাটিবাহী ট্রাক্টর না চালানোর জন্য এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে স্থানীয় জনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাটি বহনকারী ট্রাক্টর হঠাৎ করেই সড়কে ওঠার কারনে গতকাল শনিবার একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের নিচে পানিতে পড়ে স্বামী ও অন্তসত্বা স্ত্রী’র মর্মান্তিক মৃত্যু ও একই সড়কে একই দিন-পাশাপাশি এলাকায় মাত্র ৭ ঘন্টার ব্যবধানে দুটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে বাবা ও শিশু সন্তানের মর্মান্তিকভাবে মৃত্যুসহ এর পূর্বে মাটিবাহী ট্রাক্টর হঠাৎ করেই সড়কে ওঠার কারনে ৪ জন শিক্ষক-শিক্ষিকাসহ ৫ জনের মর্মান্তিকভাবে মুত্যু। বক্তারা আরও বলেন, গত ৩ থেকে ৪ মাসের মধ্যেই চৌমাশিয়া “নওহাটামোড়” বাজার টু বাবলা তলিরমোড় বাজার এলাকায় পৃথক একের পর এক সড়ক দূর্ঘটনায় শিক্ষক, বাবা-ছেলে, স্বামী-স্ত্রীসহ মোট ১১ জনের মৃত্যু হয়। সড়কে চলাচলকারী বিশেষ করে মাটিবাহী ট্রাক্টর বন্ধসহ বৈধ্য যানবাহন দিয়ে মাটি “ঢেকে” বহনের দাবি করেন।
এ সমাবেশে দূর্ঘটনায় নেপথ্যে দায়ী মাটিবাহী অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে আগমী ২৬ আগষ্টের মধ্যে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা।
প্রথম সংবাদ বন্ধু ফোরামের সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক এস এম আজাদ হোসেন মুরাদ, জেলা বাসদ এর সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সাংবাদিক শহিদুল ইসলাম জি এম মিঠন, খোরশেদ আলম রাজু, শামিনুর রহমান, অন্তর আহম্মেদ, রুবেল হোসেন, মাজেদুর রহমান লিটন প্রমুখ।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *