বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪ ১২:৩৩ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঠাকুরগাঁওয়ে শহীদ মিনারে মোমবাতি জ্বালালো স্বেচ্ছা সেবকলীগ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নারকীয় গ্রেনেড হামালায় নিহতদের স্মরণে স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে আলোক শিখা প্রজ্জ্বলন ও প্রতিবাদী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রোববার সন্ধায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলোক শিখা প্রজ্জ্বলন শেষে প্রতিবাদী বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ জেলা শাখার আয়োজনে শুরুতেই ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সেখানে আলোক শিক্ষা প্রজ্জ্বলন করা হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো: নজমুল হুদা শাহ্ এ্যাপোলোর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সহ সভাপতি একেএম মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: মাহমুদ হাসান, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান ইসলাম পান্না, সাধারণ সম্পাদক নুর ইসলাম তালাশ প্রমুখ। এ সময় জেলা, সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আ’লীগ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: নজমুল হুদা শাহ্ এ্যাপোলো।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *