শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া শেরপুরে গাড়িদহ ইউনিয়নের বনমরিচা গ্রামে স্ত্রীর উপর অভিমান করে লিটন সরকার নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। নিহত লিটন সরকার একই এলাকার রেজাউল সরকারের ছেলে।
সরেজমিনে গিয়ে জানাযায়, গাড়িদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের হলদিপাড়া এলাকার লিটন সরকার(৪০) তার স্ত্রী ও মেয়ের সাথে গতকাল(১৭ই জানুয়ারি) রাত এগারো টার সময় প্রতিবেশী ফজল শেখের বাড়ির ভিতরে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে লিটন সরকার তার স্ত্রী ও মেয়ের উপর রাগান্বিত হয়ে তার নিজ বাড়িতে ফেরত আসে। পরবর্তীতে রাত ১.৩০ ঘটিকার সময় তার স্ত্রী ও মেয়ে বাড়িতে গিয়ে নিজ শয়ন কক্ষে তীরের সাথে গলায় মাফলার পেছানো অবস্থায় দেখতে পায়। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং পুলিশকে সংবাদ দিলে বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১.০০ টার সময় তার শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে শেরপুর থানা পুলিশ।
এলাকাবাসী জানান,গত কয়েকদিন আগে তার মেয়ে স্বর্ণা আক্তারের সাথে তার স্বামীর ডিভোর্স হয়ে যায়। এই সুত্র ধরে রাতে স্ত্রী ও মেয়ের সাথে ঝগড়া বিবাদ হয় এবং পরে রাতে লিটন সরকার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।