বুধবার, নভেম্বর ৬, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শেরপুরে অবৈধভাবে মজুদ সাড়ে চার হাজার মেট্রিক টন ধান-চাল জব্দ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে অবৈধভাবে মজুদ করে রাখা চার হাজার চারশ’ টন ধান-চাল জব্দ করা হয়েছে। বুধবার (১৮জানুয়ারি) বিকালে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জোয়ানপুর নামক স্থানে অবস্থিত শিনু এগ্রো ইন্ডাস্ট্রিতে খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালিয়ে ধান-চালগুলো জব্দ করা হয়।
বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, শেরপুর শহরের ব্যবসায়ী শফিকুল ইসলাম (শিরু) এর মালিকানাধীন শিনু গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান শিনু এগ্রো অটোমিল ও গুদামটির মালিক। তবে বেশকিছুদিন ধরে এটি ভাড়া নিয়েছেন এসিআই কোম্পানি। মূলত তারাই ধান-চালের ব্যবসা করে আসছেন। এখানে এসিআই কোম্পানির ধান-চাল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে-এমন সংবাদের ভিত্তিতে ওই মিল ও গুদামে অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন ওই প্রতিষ্ঠানে ২ হাজার ৫৮০ টনের বেশি ধান ও ১ হাজার ৯০০ টন চাল মজুদ পাওয়া যায়। পরে সেসব জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাস আরও জানান, গুদাম ও মিলে থাকা ধান- চাল মজুদের কোন অনুমতি নেই এসিআই কোম্পানির। অবৈধভাবে ধান-চাল মজুদের অভিযোগে কয়েক মাস আগেই একই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এরপরও ধান-চাল মজুদ করে রাখায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এসিআইয়ের বগুড়া অঞ্চলের সিনিয়র কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আমাদের ধান ও চাল মজুদের সরকারি অনুমতি আছে। তাৎক্ষণিক এইসব কাগজপত্র তাদের দেখাতে পারিনি। তবে এখন সেসব কাগজ আমাদের হেফাজতে রয়েছে। সেটি তাদের সামনে প্রদর্শন করা হবে বলে দাবি করেন তিনি।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *