অনলাইন ডেস্ক:
পিএমএল-এন ও জোটের দলগুলোর প্রার্থী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পরদিনই সেখানকার গর্ভনর ওমর সরফরাজ চিমাকে অপসারণ করা হয়েছে। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওমর সরফরাজ চিমাকে চলতি মাসের শুরুতেই দেয় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
পিএমএল-এনের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব তার অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সরকার এখনও নতুন গভর্নরের নাম ঘোষণা করেনি।
নতুন মুখ্যমন্ত্রী হামজা শাহবাজের নির্বাচনের ব্যাপারে পাঞ্জাবের প্রাদেশিক পার্লামেন্টের স্পিকারের কাছে একটি তদন্ত প্রতিবেদন চাওয়ায় তাকে বরখাস্ত করা হয় বলে জানা গেছে।