সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে সশস্ত্র সংঘর্ষে রণক্ষেত্র নিউ মার্কেট এলাকা

ন্যাশনাল ডেস্ক:

নিউ মার্কেট ব্যবসায়ীদের সাথে সংঘর্ষ হয়েছে। সশস্ত্র অবস্থানে দুই পক্ষ। সোমবার রাত ১২টা থেকে শুরু হয়ে সংঘর্ষ প্রায় তিন ঘণ্টা পর বন্ধ হয়

দোকানে কেনাকাটাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউমার্কেট ব্যবসায়দীদের সংঘর্ষ হয়। রাত ১১টার দিকে নিউমার্কেটে ঢাকা কলেজ তিন শিক্ষার্থীর কাপড় কিনতে গেলে দোকানির সাথে কথা তাদের কাটাকাটি হয়।

পরে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর করে ব্যবসায়ীরা। এমন খবরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাংচুর শুরু করে। এতে শুরু হয় সংঘর্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে একাধিক টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

এদিকে, ঢাকা কলেজের মঙ্গলবারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে কলেজের সব শিক্ষককে এ দিন সকাল ১০টার মধ্যে ক্যাম্পাসে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সোমবার দিবাগত রাতে কলেজটির অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য দেওয়া হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ অনুরোধ জানিয়েছেন।

Check Also

শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

অনলাইন ডেস্ক: দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *