সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৯:২১ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত সিরিয়ার যোদ্ধারা

অনলাইন ডেস্ক:

ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিতে সিরিয়ার কয়েক হাজার যোদ্ধা নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন সিরিয়া পর্যবেক্ষক ও বিশ্লেষকরা।

তারা বলছেন, এই যোদ্ধাদের মধ্যে রাশিয়ার কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সিরিয়ার সেনা, সাবেক বিদ্রোহী ও সিরিয়ায় বছরের পর বছর ধরে যুদ্ধ করা অভিজ্ঞ যোদ্ধারা আছেন। নিয়োগের ক্ষেত্রে মস্কো নিজেদের কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্তদেরই প্রাধান্য দিচ্ছে।

আজ সোমবার সংবাদসংস্থা এপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনে হামলার শুরুর দিকে ক্রেমলিন বলেছিল, রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে মধ্যপ্রাচ্য থেকে ১৬ হাজারের বেশি আবেদন এসেছে।

রাশিয়া আগামী সপ্তাহে সিরিয়া থেকে যোদ্ধা নেওয়ার সম্ভাবনা আছে। পুতিন ইউক্রেন যুদ্ধের নতুন কমান্ডার হিসেবে আলেকজান্ডার ডভোর্নিকভকে নিয়োগ দেওয়ার পর এ সম্ভাবনা আরও বেড়েছে। কারণ, ডভোর্নিকভ সিরিয়ায় রাশিয়ান সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন।

সিরিয়ার সাবেক সেনা ও তুরস্কভিত্তিক সামরিক বিশ্লেষক আহমেদ হামাদা এপিকে বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনে বড় আকারের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। সিরীয় যোদ্ধারা এতে অংশ নিতে পারেন।’

ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান এবং যুদ্ধ পর্যবেক্ষক রামি আবদুর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার সিরীয় যোদ্ধা রাশিয়ার পক্ষে যুদ্ধে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে প্রায় ২২ হাজার জন রাশিয়ান সেনাবাহিনীতে ও প্রায় ১৮ হাজার জন বেসরকারি ওয়াগনার গ্রুপে নিবন্ধিত হয়েছেন।

Check Also

কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণে নিহত ২০

অনলাইন ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *