নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদরে ছোটযমুনা নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) দুপুর আড়াইটায় উপজেলার শৈলগাছী পালপাড়া সংলগ্ন ছোটযমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
শৈলগাছি ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত শিশুটি উপজেলার শৈলগাছী ইউনিয়ন সংলগ্ন মহল্লার কুদ্দুস আলীর ছেলে রাফিউল ইসলাম (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ৫-৬ জন শিশু দল বেঁধে বাড়ির পাশে খেলতে যায় রাফিউল। খেলা শেষে ছোটযমুনা নদীতে গোসল করতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও তারা গোসল করে বাসায় না ফেরায় বাড়ির লোকজন তাদের খুঁজতে শুরু করে। সেখানে থাকা স্থানীয় কয়েকজন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন জানান, নিহত শিশুর পরিবারের কোনো আপত্তি না থাকায় তাদের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।