সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

বিরামপুর আদর্শ হাইস্কুলের মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা:
২৬ এপ্রিল, মঙ্গলবার, বিকেলে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ হাইস্কুল, বিরামপুর হতে সরকারী মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রায় অর্ধশতাধিক স্টুডেন্ট উত্তীর্ণ হওয়ায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাদ্দিস ডক্টর এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো: আব্দুস সালাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আল মারুফ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও বিরামপুর টেকনিক্যাল অ্যা- বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সভাপতি আলহাজ্জ মাওলানা আশরাফুল ইসলাম, বিদ্যালয়ের কাটলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান মন্ডল, পাউশগাড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রশীদ, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, ডায়াবেটিস অ্যা- হেলত কেয়ার সেন্টারের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. আতিয়ার রহমান, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. গোলাম রব্বানী, বিরামপুর টেকনিক্যাল অ্যা- বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ রেজাউল করিম সরকার সেলিম, বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী প্রধান, বিরামপুর সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ একেএম শাহজাহান, রামকৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার মতিন, বীরমুক্তিযোদ্ধা ইন্তাজ উদ্দীন কামাল, সহকারী প্রধান শিক্ষক মো: মোকছেদ আলী চৌধুরী, ইঞ্জিনিয়ার শাহীনুর রহমান শাহীন ও প্রধান শিক্ষক মেরীনা খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহমুদ আস সাদীক ও কৃতি শিক্ষার্থী রুহান।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পিতা-মাতা, অভিভাবক সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকমন্ডলী, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী সহ সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।

Check Also

সিংড়ায় ২০০ কৃষক পেলেন সার-বীজ

সিংড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের সিংড়ায় ২০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *