সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:০২ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

লাইলাতুল ক্বদরের তাৎপর্য ও প্রেক্ষাপট


মাওলানা মোঃ মোনায়েম হোসাইন:

সুরা ক্বাদর পবিত্র কোরআনের ৯৭ নং সুরা। সুরাটি মক্কায় অবতীর্ণ। রুকু সংখ্যা ১, আয়াত সংখ্যা ৫

আল্লাহ তা ‘য়ালা বলেন –

اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِیْ لَیْلَةِ الْقَدْرِۚۖ

“নিশ্চয় আমি কোরআনকে ক্বদরের রাত্রিতে নাযিল করিয়াছি। (১)।

وَ مَاۤ اَدْرٰىكَ مَا لَیْلَةُ الْقَدْرِؕ

আর আপনি কি জানেন যে, ক্বদরের রাত্রি কি (২)

لَیْلَةُ الْقَدْرِ خَیْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍؕؔ

কদরের রাত হাজার মাসের চাইতেও বেশী ভালো।(৩)

تَنَزَّلُ الْمَلٰٓئِكَةُ وَ الرُّوْحُ فِیْهَا بِاِذْنِ رَبِّهِمْۚ-مِنْ كُلِّ اَمْرٍۙۛ

ফেরেশতারা ও রূহ এই রাতে তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেকটি হুকুম নিয়ে নাযিল হয়।(৪)

سَلٰمٌ ﱡ هِیَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ۠

এ রাতটি পুরোপুরি শান্তিময় ফজরের উদয় পর্যন্ত।(৫)

⛔ নামকরণ :

সুরার প্রথম আয়াতের শেষ শব্দ ক্বদর থেকে নামকরণ করা হইয়াছে।

⛔ শানে -নুযুল :
একদা রাসুল সাঃ বনী ইসরাঈলের এক ব্যক্তির কথা আলোচনা করেছিলেন যিনি এক হাজার মাস জেহাদে কাটিয়ে দিয়েছিলেন। একদিনের জন্যও অস্ত্র সংবরন করেন নি ;আবার সারা রাত্রি জেগে ইবাদতে করতেন।
এ কথা শুনে সাহাবীগন আপসোস করেছিলেন তাদেরকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে, উম্মতে মহাম্মাদীর জন্য এমন একটা রাত রয়েছে যে রাতে ইবাদত করলে একহাজার মাসের সমতুল্য হবে।

⛔ ক্বদর শব্দের অর্থ :
ক্বদর শব্দের অর্থ -মহিমান্বিত, সম্মানিত, বরকতময় প্রভূতি।

⛔ ক্বদর বলার কারন :
হাদিসের ভাষ্য অনুযায়ী যদি কোন ব্যক্তি সারা বছর ইবাদত না করেও এই রাতে তওবা ইস্তেগফার করে ইবাদত বন্দেগী করে তাহলে সে সম্মানিত হয়ে যায়। এজন্য এ রাতকে মহিমান্বিত বা সম্মানিত বলা হয়।

⛔ক্বদরের রাত্রি কোনটি? :

এ বিষয়েমুহাদ্দিস গনের ৪০ এর অধিক মত রয়েছে। তবে, সহীহ বোখারী শরীফের হাদীস অনুযায়ী মাহে রমজানের দ্বিতীয় দশকের রাত্রি। সহীহ মুসলিম শরীফে বর্ননা অনুযায়ী রমজানের দ্বিতীয় দশকের বিজোড় রাত্রি।

⛔ফজিলত :

এই রাতের এত বেশি মর্যাদার কারন এই রাত্রিতে মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে। মূলত : কোরআন নাযিলের কারনে কোরআনের সম্মানের কারনে এই রাত এত বেশি মর্যাদার অধিকারী।
হযরত আব্বাস রাঃ হতে বগভীর রেওয়ায়েতে বর্নিত আছে যে, শুধু কোরআন নয় অন্যান্য আসমানী কেতাবও রমজান মাসে নাযিল হয়েছে। যেমন -আদম আঃ এর সহীফা ৩রা রমজান, তাওরাত ৬ ই রমজান যাবুর ১২ ই রমজান, ইন্জিল ১৮ ই রমজানে নাযিল হয়। এবং কোরআন মজিদ ২০ অথবা ২৪ ই রমজান এর রাত বা ২৫ ই রমজানে নাযিল হয়।

⛔তাৎপর্য :

এই রাতে আগামী এক বছরের জন্য বান্দার জন্ম, মৃত্যু ও রিযিক নির্ধ্যারণ করা হয়। এমনি কি এ বছর কারা হজে গমন করবে তাও লিপিবদ্ধ করা হয়।
এ রাতে লাওহে মাহফুজ থেকে কোরআন পৃথিবীর প্রথম আসমানে অবতীর্ণ করা হয়। সেখানে থেকে প্রয়োজন অনুসারে অল্প অল্প করে ২৩ বছর ধরে মহানবী সাঃ এর উপর নাযিল হয়।
ইবনে আব্বাস বলেন “এ রাতে তাগদির লিপিবদ্ধ করে ফেরেশতাদের নিকট বন্টন করা হয়। প্রধান ৪ জন ফেরেশতা এ দায়িত্ব পালন করেন।
এ রাতে জিব্রাঈল আঃ এর সাথে অসংখ্য ফেরেশতা পৃথিবীর চারিদিকে অবতরন করেন। এবং রাতে ইবাদতকারীদের রহমতের পাখা দ্বারা আবৃত করে রাখেন।এবং তাদের মাগফেরাতের জন্য দোআ করেন।
এ রাতে আল্লাহ বান্দার ফরিয়াদ শ্রবনের জন্য আসমানে নেমে আসেন এবং ঘোষনা করেন তোমরা কে আছো অভাবী আমি তোমাদের অভাব দুর করবো। কে আছো ঋনগ্রস্থ আমি তোমাদের ঋন পরিশোধ করবো ইত্যাদি।

⛔এ রাতে আমাদের করনীয় :

রাত্রি জাগরন করে নফল নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ও ধর্মীয় আলোচনা শ্রবণ করা।
কৃত অপরাধের জন্য তওবা ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া। সকল মুসলিমের জন্য দোআ করা। মৃত পিতা মাতার জন্য দোআ করা। সন্তানের জন্য দোআ করা।
যাদের দোআ কবুল হবেনা :
হাদীসের ভাষ্য অনুসারে এ রাতে যাদের দোআ কবুল হবেনা -১।নেশাখোর ২।পিতা -মাতার অবাধ্য সন্তান ৩।আত্বীয়তার সম্পর্ক ছিন্নকারী।
মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের ভাগ্যে এই মহিমান্বিত রজনী নসিব করুন, আমিন।

Check Also

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা!

অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জেসিন্ডা আরডার্ন। ঘোষণাটি নিয়ে যে বিস্তর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *