সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

পাকিস্তানে বুড়োদের নিয়ে বিশ্বকাপ ক্রিকেট, নেই বাংলাদেশ!

অনলাইন ডেস্ক:

চল্লিশোর্ধ্ব ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তান ভেটেরানস ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিভিসিএ) চেয়ারম্যান ফাওয়াদ ইজাজ খান মঙ্গলবার জানান, ২০২৩ সালে অনুষ্ঠেয় এই আসরে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ অংশ নেবে ১২টি দল। তবে থাকছে না বাংলাদেশ।


অবসরে যাওয়া ক্রিকেটারদের পুনরায় মাঠে ফেরানো এবং উঠতিদেরকে তাদের আইডলদের খেলা দেখার সুযোগ করে দিতেই এমন উদ্যোগ। পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি, স্পিডস্টার শোয়েব আখতার, মিসবাহ উল হক, ইউনুস খান, মোহাম্মদ হাফিজসহ অনেকেই খেলবেন টুর্নামেন্টটিতে।


করাচির ছয়টি ভেন্যুতে আগামী বছরের ২৩শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা বুড়োদের বিশ্বকাপ। টুর্নামেন্ট চলবে ৮ই অক্টোবর পর্যন্ত। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।
পাকিস্তান ও ভারত ছাড়া বাকি ১০ দল হলো: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, কানাডা, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, ওয়েলস, নামিবিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।

Check Also

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলার মেয়েদের

অনলাইন ডেস্ক: নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম আসরে দুর্দান্ত শুরু করলো বাংলাদেশ। আসরের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *