নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় নিজ বাড়ি থেকে মা ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ মে) সকালে উপজেলা গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। মান্দা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ওই এলাকার মোহাম্মদ মইন উদ্দিনের স্ত্রী মোসা. আমেনা বেগম (২২) ও তার ছেলে আমির হামজা (২)।
মান্দা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানায় আমেনার ও মেঝেতে শিশু আমিরের মরদেহ পায়। মেঝেতে বিষের একটি বোতল পড়ে ছিল। আমেনার স্বামী ময়েন উদ্দিন পলাতক। ওসি বলেন, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যে মা-ছেলের ঘরে পড়ে আছে। পুলিশ গেলে মৃত নারীর শাশুড়ি জানান- তার বউমা ঘরের দরজা খুলছে না। পরে আমরা দরজা ভেঙে মা ছেলের লাশ বের করি।’ তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য ময়েনের মা এজেদা বেগমকে থানায় নেয়া হয়েছে। তিনি ওই বাড়িতেই ছিলেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত আমেনার বাবা গোলাম মোস্তফা বলেন, ‘দীর্ঘদিন থেকে আমার মেয়ের স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে পারিবারিক ঝামেলা চলছে। তাদের কোনো না কোনো ভাবে মেরে ফেলা হয়েছে। হয় গলা টিপে বা বিষপানে, না হয় মানসিকভাবে বাধ্য করা হয়েছে মরে যেতে। আমি মামলা করার প্রস্তুতি নিতেছি। আমি সঠিক বিচার চাই মেয়ে ও নাতির জন্য।’