সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:০১ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঈদের রাতের উত্তম আমল সমূহ

মাওঃ মোঃ মোনায়েম হোসাইন

 

ঈদের আগের রাতকে লাইলাতুল জায়জা বা পুরস্কার রজনী বা চাঁদ রাত বলা হয়।

> চাঁদ দেখা ও দোআ করাঃ

طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَأَى الْهِلاَلَ قَالَ ‏ “‏ اللَّهُمَّ أَهْلِلْهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالإِيمَانِ وَالسَّلاَمَةِ وَالإِسْلاَمِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ ‏”‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏.‏ ত্বালহা ইবনু ‘উবাইদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ নতুন চাঁদ দেখার পর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলতেনঃ “হে আল্লাহ! আমাদের জন্য চাঁদটিকে বারাকাতময় (নিরাপদ), ঈমান, নিরাপত্তা ও শান্তির বাহন করে উদিত করো। হে নতুন চাঁদ আল্লাহ তা’আলা আমারও প্রভু, তোমারও প্রভু। সহীহঃঃ সহীহাহ (হাঃ ১৮১৬), আল-কালিমুত তাইয়্যিব (১৬১/১১৪) জামে’ আত-তিরমিজি, হাদিস নং ৩৪৫১ হাদিসের মান: সহিহ।

> তাকবির পাঠঃ

আব্দুল্লাহ ইবনে ওমর রাঃ এবং আরো কতিপয় সাহাবী ঈদের চাঁদ দেখে রাস্তায়, ঘরে, বাজারে, সব জায়গায় তাকবির দিতেন। তাদের দেখাদেখি অন্য মানুষেরা ও তাকবির দিতেন। চারিদিকে একটি সুন্দর আলোকিত গুঞ্জনের সৃষ্টি হতো। এছাড়াও মাসনুন ইবাদত।

> রাত্রি জাগরন করাঃ عَنْ أَبِي أُمَامَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ قَامَ لَيْلَتَيْ الْعِيدَيْنِ مُحْتَسِبًا لِلهِ لَمْ يَمُتْ قَلْبُهُ يَوْمَ تَمُوتُ الْقُلُوبُ আবূ উমামাহ (রাঃ) থেকে বর্ণিতঃ: নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে ব্যক্তি দু’ ঈদের রাতে আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদাত করবে তার অন্তর ঐ দিন মরবে না, যে দিন অন্তরসমূহ মরে যাবে। [১৭৮২] হযরত মুয়াজ ইবনে জাবাল রাঃ হতে বর্ণিত, নবীজি সাঃ বলেছেন ” যে ব্যক্তি পাঁচটি রাত ইবাদতের উদ্দেশ্য জাগ্রত হবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। আর তা হলো – তালবিয়ার রাত, ( জিলহজ্জ মাসের ৮ তারিখ রাত) আরাফার রাত, দুই ঈদের রাত, শবে বরাতের রাত। (আত তারগীব ওয়াত তারহীব লিল আসবাহানী ২/৯৮ হাঃনঃ ১৬৫৬)

* রাত্রী জাগরনে যা আমল করা যায়ঃ ১. নফল সালাত আদায় করা। ২. জিকির আজকার ৩. তাসবিহ পাঠ ৪. কোরআন অধ্যয়ন ( অর্থসহ তেলাওয়াত,ও তাফসির) ৫. দোআ ও মোনাজাত।।

* এ রাতের বর্জনীয় কাজঃ ১. আতশবাজি, পটকা ফুটানো ২. বেহুদা ঘোরাঘুরি, কোনো প্রয়োজন ছাড়া দলবদ্ধ হয়ে যেখানে সেখানে ঘোরাফেরা করা। ৩. অযথা বেপরোয়া কথা, কাজ আচরণ। ৪. রাতে কারো ইবাদাতে বিঘ্ন ঘটানো। বক্স বাজানো, পটকা বা হইচই করে অন্যদের ঘুম নষ্ট করা বা ইবাদতে বিঘ্ন ঘটানো। আল্লাহ তায়ালা আমাদের খারাপ আমল বর্জন করে পবিত্র ঈদের রাতের উত্তম আমল করার তৌফিক দান করুন। এবং এ পবিত্র রাতের উছিলা করে বিশ্ব মানবতার সুদিন ফিরিয়ে দিন। আমিন।

—–

মাওঃ মোঃ মোনায়েম হোসাইন

সহকারী শিক্ষক (এবঃ প্রধান) ইনায়েতপুর দাখিল মাদ্রাসা

নওগাঁ সদর, নওগাঁ।

Check Also

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা!

অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জেসিন্ডা আরডার্ন। ঘোষণাটি নিয়ে যে বিস্তর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *