সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:৩৩ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঢাকাসহ প্রায় সারাদেশে কালবৈশাখী, সারাদিন থেমে থেমে চলবে বৃষ্টি

অনলাইন ডেস্ক:

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেশের প্রায় সব এলাকায় শুরু হয়েছে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে।

এর ফলে সকালের প্রথম ঈদের জামাতে সমস্যা না হলেও পরে আর ঈদগাহে নামাজ পড়তে পারেননি মুসুল্লিরা।

পূর্বাভাসে বলা হয়েছে, এই বৃষ্টি আজ সারাদিন থেমে থেমে চলবে। কখনও হালকা, আবার কখনও ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমা এবং বাংলাদেশ এলাকার অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সাথে এবং বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি পারে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Check Also

শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

অনলাইন ডেস্ক: দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *