সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৩:৩২ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

দুই বছর পর ঠাকুরগাঁওয়ের ঈদগাহগুলোতে মানুষের ঢল

মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও থেকে:

দীর্ঘ দুই বছর করোনার সংক্রমণ বেশি থাকায় ঈদগাহ গুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। এবারে ঠাকুরগাঁওয়ের ঈদগাহ গুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবার ঈদুল ফিতরের নামাজ মাঠে আদায় করতে পেরে উচ্ছ্বসিত ও খুশি জেলার ধর্মপ্রান মুসল্লীরা।

মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৮ টায় জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ( বড়) মাঠে। এতে ইমামতি করেন সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু তোহা। ঈদের প্রধান জামাতে শহরের সর্বস্তরের মানুষ অংশ নেন। নামাজ শেষে করোনা ভাইরাস থেকে মুক্তি, শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মুনাজাত করা হয় ।

এরপর সকাল সাড়ে ৯.০০টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় জেলা আনসার ভিডিপি মাঠে।

এছাড়া জানা যায়, বালিয়াডাঙ্গী,রাণীশংকৈল,হরিপুর ও পীরগজ্ঞ উপজেলায় বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের বরমতোল ফেলানপুর ঈদগাহ মাঠে মানুষের ঢল নামে। সবগুলো ঈদগাহ মাঠ মুসল্লীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে ওঠে।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান বলেন,আল্লাহর রহমতে এবার করোনার প্রাদুর্ভাব ও আক্রমণ কম থাকায় মাঠে ঈদের জামাত আদায় করতে পেরেছে মানুষ। মাঠে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় ও বিশৃঙ্খলা এড়াতে জেলা প্রশাসন ও পুলিশ পূর্ব প্রস্তুতি নিয়েছিল। তাই জেলায় শান্তিপূর্ণ ভাবে মানুষ নামাজ আদায় করতে পেরেছে।

Check Also

সিংড়ায় ২০০ কৃষক পেলেন সার-বীজ

সিংড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের সিংড়ায় ২০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *