বুধবার যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার ওপর। এবারের নিষেধাজ্ঞায় রাশিয়ার সবচেয়ে বড় দুই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক আলফা ও সাবেরব্যাংককে রাখা হয়েছে।
তাছাড়া যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে পুতিনের দুই মেয়ে মারিয়া পুতিনা এবং ক্যাটরিনা তিকহোনোভার ওপর।
কিন্তু তারা দুইজন রাজনীতিকে সক্রিয় না। এমনকি তাদের ভালো করে চেনেও না বিশ্বের মানুষ।
তাহলে কেন তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলো।
এর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা মনে করেন পুতিন ও তার সঙ্গীরা তাদের সম্পত্তি তাদের পরিবারের সদস্যদের নামে সঞ্চিত রেখেছে। যেন এগুলো যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞার আওতায় না পড়ে।
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, তাদের দৃঢ় বিশ্বাস পুতিনও তার সম্পত্তি হয়ত তার মেয়েদের নামে গচ্ছিত রেখেছেন। ফলে তার পরিবারের সদস্যদেরও নিষেধাজ্ঞার আওতায় আনা জরুরী ছিল।
এদিকে পুতিন বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা হলেও নিজের পরিবারের সদস্যদের সম্পর্কে বেশ গোপনীয়তা বজায় রাখেন তিনি। এমনকি এখন পর্যন্ত সরাসরি তিনি কাউকে জানাননি কতজন ছেলে বা মেয়ে আছে তার।