বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪ ১:২২ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

বিশ্বে করোনায় আক্রান্ত ৫১ কোটি ৬১ লাখ ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক:

বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৬১ লাখ ছাড়াল।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৬১ লাখ ৩৭ হাজার ৬৪৯ জন ছাড়িয়েছে এবং মারা গেছে ৬২ লাখ ৪৭ হাজার ৩৯২ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ১৬ লাখ ২০ হাজার ৩৮৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯৬ হাজার ৭০৪ জন।

রাশিয়ায় এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে এক কোটি ৭৯ লাখ ৪০ হাজার ৬৬৫ জন এবং মৃতের সংখ্যা তিন লাখ ৬৮ হাজার ৮৪০ জনে পৌঁছেছে।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৯১ হাজার ৩৯৩ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ৯৭৫ জনে।

Check Also

কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণে নিহত ২০

অনলাইন ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *