সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

বিয়ে করলেই কর্মীদের বেতন বাড়ে আইটি কোম্পানিতে!

অনলাইন ডেস্ক:

বিয়ে করলেই বাড়বে বেতন! এমনকি অবিবাহিতদের জন্য থাকছে পাত্র-পাত্রী খোঁজার ব্যবস্থাও৷ এমন ব্যবস্থা করেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের এক তথ্য প্রযুক্তি সংস্থা৷ এভাবে নিজেদের কর্মীদের খুশি রাখতে বদ্ধপরিকর এই সংস্থা৷ স্বাভাবিকভাবেই আপ্লুত কর্মীরা৷

মুকামবিকা ইনফোসলিউশন৷ মাদুরাই শহরের এই তথ্য প্রযুক্তি সংস্থায় রয়েছেন প্রায় ৭৫০ কর্মী৷ দীর্ঘদিন ধরেই তাদের এই কর্মী সংখ্যা অক্ষুণ্ন রেখেছে এই সংস্থা৷ কারণ তাদের কাজের পদ্ধতি ও কর্মীদের জন্য বিশেষ সুবিধা৷ বছরে দু’বার ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি হয় কর্মীদের৷ প্রায় ৬ থেকে ৮ শতাংশ হারে বেতন বাড়ে কর্মীদের৷ তবে সব থেকে আকর্ষনীয় বিষয়টি হলো কর্মীদের বিয়েতে বিশেষ উপহার৷ তাও আবার বেতন বাড়ানোর মাধ্যমে৷ ২০০৬ থেকে মুকামবিকা ইনফোসলিশনে শুরু হয়েছে এই নিয়ম৷ যখনই কোনো কর্মী বিয়ে করেন তখন থেকে তারা পান বাড়তি মাইনে৷

তবে শুধু বিয়েতে নয়, তামিলনাড়ুর এই সংস্থা ম্যাচ মেকিং বা বিয়ের সম্বন্ধ তৈরিতেও বিশেষ উদ্যোগ নিয়েছে৷

সংস্থার প্রতিষ্ঠাতা এমপি সেলভাগণেশ জানাচ্ছেন, কর্মীরা আমায় বড় ভাইয়ের মতো দেখেন৷ অনেকেই গ্রাম থেকে এখানে কাজ করতে আসেন৷ তাদের অনেকের বাড়িতে বৃদ্ধ মা-বাবা রয়েছেন যাদের বাস্তব দুনিয়া নিয়ে খুব একটা স্পষ্ট ধারণা নেই৷ তাই ছেলে-মেয়েদের জন্য সঠিক সঙ্গী খুঁজে পেতে অক্ষম৷ আমরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি৷ কারণ আমরা মনে করি এই সংস্থা সকলের বাড়ির সমান৷ এখানে আমরা একে অপরের আত্মীয়র মতো থাকার চেষ্টা করি৷ তাই তাদের জন্য জীবন সঙ্গী খুঁজে দেওয়ার চেষ্টা করা হয়৷ এরপর বিয়েতে গাড়ি ভাড়া করে সব কর্মী একসাথে গিয়ে আনন্দ করি৷ আমরা যেন এক পরিবারের অঙ্গ৷

৪০ শতাংশ কর্মী এখানে গত পাঁচ বছর ধরে কাজ করছেন৷ যারা পুরনো তাদের আমরা অবহেলা করতে পারি না৷ বলছেন প্রতিষ্ঠাতা এমপি সেলভাগণেশ৷ যারা কাজে আসেন, তারা এতটাই জড়িয়ে পড়েন এই সংস্থার সাথে যেকোনো সমস্যা হলেই এমপি সেলভাগণেশের পরামর্শ নেন৷

আমরা সময় ও অর্থ দিয়ে এমন বন্ধন তৈরি করেছি৷ যার মধ্যে রয়েছে সততা৷ সবকিছু ব্যবসায়িক চুক্তির মাধ্যমে হয় না৷ কিছু সম্পর্কের মধ্যে ভালোবাসাই আসল কথা, গর্বের সাথে বলছেন মুকামবিকা ইনফোসলিউশন প্রতিষ্ঠাতা৷

Check Also

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা!

অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জেসিন্ডা আরডার্ন। ঘোষণাটি নিয়ে যে বিস্তর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *