সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

পীরগঞ্জে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার পীরগজ্ঞ উপজেলায় ছোট বোনের বাড়িতে বিবাদ মিটাতে গিয়ে বোন জামাইয়ের লাঠির আঘাতে মোখলেছুর আলী (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (৭মে) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মোখলেছুর আলী উক্ত উপজেলার হাজীপুর গ্রামের বাসিন্দা। এসব তথ্য জানিয়েছেন পীরগজ্ঞ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, উপজেলার সেনগাঁও ইউনিয়নের দিয়ানা মোড় গ্রামে গত ৩ মে ঈদের দিন স্ত্রী সুফিয়া বেগম ও স্বামী মমতাজ আলীর মাঝে ঝগড়া বাঁধে। খবর পেয়ে সুফিয়া বেগমের বড় ভাই বোনের বাড়িতে আসে বিবাদ মিটাতে, পরে উত্তেজিত হয়ে সুফিয়ার স্বামী মমতাজ আলী লাঠি দিয়ে মোখলেছুরকে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

Check Also

সিংড়ায় ২০০ কৃষক পেলেন সার-বীজ

সিংড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের সিংড়ায় ২০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *