বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪ ৪:৩৫ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঘূর্ণিঝড় অশনি দানা বেঁধেছে দক্ষিণ আন্দামান সাগরে

অনলাইন ডেস্ক:

আমফান কিংবা যশ এর স্মৃতি এখনও দুঃস্বপ্নের মত তাড়া করে ফেরে বঙ্গবাসীকে। এর মাঝেই আবার এসে পড়ল অশনি। দক্ষিণ আন্দামান সাগরে ঘণিভূত এই নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রোববার বিকেলে তা পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে। আছড়ে পড়বে অন্ধ্র ও ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে। ওড়িশার গোপালপুরের কাছে সমুদ্রে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা। তারপর তা আঘাত হানবে বাংলাদেশে। কলকাতা সহ বঙ্গও এই প্রবল ঝড়ের প্রকোপে পড়বে।

কলকাতায় ঘন্টায় ৫০ কিলোমিটার এর বেশি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা কম। তবে, বঙ্গের উপকূলীয় অঞ্চলগুলিতে ভারি বর্ষণ হবে। কলকাতাতেও মঙ্গলবার ও বুধবার ভারি বর্ষণ হতে পারে।

বাংলাদেশে অশনি পৌঁছানোর সময় এর শক্তি অনেকটাই ক্ষয় হবে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন কিন্তু, বাংলাদেশেও ভারী বর্ষণের সম্ভবনা উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। দীঘা, সুন্দরবন প্রভৃতি অঞ্চলকে সতর্ক করা হয়েছে। কলকাতায় নবান্নে ও পুরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মঙ্গলবার সারারাত থাকতে পারেন কন্ট্রোল রুমে।

Check Also

শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

অনলাইন ডেস্ক: দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *