নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে টিসিবির সয়াবিন তেলের বোতল খুলে খোলা বাজারে বিক্রির দায়ে এক ডিলারকে ১০ হাজার টাকা এবং নির্ধারিত দাম থেকে অতিরিক্ত দামে তেল বিক্রির অপরাধে অপর এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলার সদর বাজারে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামিম আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়।
এ সময় মহাদেবপুর উপজেলার খাদ্য পরিদর্শক অরুণ চন্দ্র ও মহাদেবপুর থানা-পুলিশের সদস্যরা অভিযান চালাতে সহায়তা করেন।
জেলা কার্যালয় সূত্রে জানা যায়, টিসিবির সয়াবিন তেল আত্মসাৎ করে বোতল খুলে খোলা বাজারে বিক্রির দায়ে টিসিবির ডিলার ও উপজেলা সদর বাজারে জাহান ভ্যারাইটিজ স্টোরের মালিক মাসুদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তার গুদাম থেকে টিসিবির সিল মারা দুই লিটারের ৭০টি বোতল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভোক্তার লিখিত অভিযোগের ভিত্তিতে সদর বাজারের রনি ভ্যারাইটিজ নামের একটি দোকানে অভিযান চালিয়ে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির দায়ে দোকানের মালিক জীবন দাসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামিম আহমেদ সাংবাদিকদের বলেন, তেলসহ খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত ভাবে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে। খাদ্যপণ্য নিয়ে কারও বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে সহযোগিতার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।