সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:০০ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

গাবতলী পৌরসভায় ৬৩লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণের উদ্বোধন


গাবতলী (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার গাবতলী পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম বলেছেন, গাবতলী পৌরবাসী যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন, আমি তা কোনদিন ভুলতে পারবো না। তাই আমি গাবতলী পৌরসভাকে একটি আধুুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য সবার সহযোগিতা দরকার।

১০মে মঙ্গলবার পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের সোন্দাবাড়ী গ্রামে গুরুত্বপূর্ণ শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গাবতলী পৌরসভার বাস্তবায়নে ৬৩লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী শফি মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী আবু সাহিন, কর আদায়কারী আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম, মোস্তাফিজার রহমান মোস্তা, ওবায়দুর রহমান জ্যাক, পৌর বিএনপি নেতা মোস্তফা কামাল কনক, যুবদল নেতা আনোয়ার হোসেন, বাবু, মর্ণি, রবিউল, বিকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কাজটি বাস্তবায়ন করবে জিএএন কনষ্ট্রাকশন।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *