সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৩:০০ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

রাজশাহী রেঞ্জে ৫ম বারের মত সেরা বগুড়া জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
রাজশাহী রেঞ্জের এপ্রিল/২২ মাসে ৮ টি জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে জেলা পুলিশ, বগুড়া। সন্ত্রাস ও অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিভিন্ন চাঞ্চল্যকর মামলার রহস্য দ্রুত উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিস্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানে রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন পুলিশ সুপার, বগুড়া। রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম  বুধবার সকালে তাঁর কার্যালয়ে বগুড়ার পুলিশ সুপারের হাতে পদক তুলে দেন। এনিয়ে গত ৯ মাসে মোট ৫বার শ্রেষ্ঠ জেলার পুরস্কার পেল বগুড়া।
শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, শ্রেষ্ঠ সার্কেল অফিসার বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরাফত ইসলাম,
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ বগুড়া সদর থানার ওসি মোঃ সেলিম রেজা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত)  বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহিদুল হক, শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) ধুনট থানার মুহা: আসাদুজ্জামান।
সুদীপ কুমার চক্রবত্র্তী ২০২১ সালের আগস্ট মাসে বগুড়া জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করার পর থেকে অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা সমুন্নতকরণ, ট্রাফিক-শৃঙ্খলা বিধান ও জনবান্ধবমূলক কার্যক্রমে সম্মুখসারিতে থেকে নিরন্তর দায়িত্ব পালন করে চলেছেন। যার ধারাবাহিকতায় বগুড়া জেলায় যোগদানের পর ৯ মাসে ৫ বার শ্রেষ্ঠ পুলিশ সুপারের স্বীকৃতি লাভে সক্ষম হয়েছে।
পুলিশ সুপার বলেন, রাজশাহী রেঞ্জের মধ্যে জেলা পুলিশ, বগুড়া’র শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে শুধুমাত্র গর্বিত ও অদম্য পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, কর্মস্পৃহা, আন্তরিকতা, নিষ্ঠা, দায়বদ্ধতা ও দৃঢ় মানসিকতার কারণে।জনবান্ধব পুলিশী ব্যবস্থা প্রবর্তনপূর্বক অপরাধ নির্মূলের মাধ্যমে নিরাপদ বগুড়া বিনির্মাণে জেলা পুলিশ, বগুড়া’র গর্বিত সদস্যগণ অঙ্গীকারাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *