অনলাইন ডেস্ক:
দুর্দান্ত মৌসুম কাটছে ইন্টার মিলানের। ইতালিয়ান সিরি আ’র শিরোপার লড়াইয়ে রয়েছে সিমোন ইনজাঘির দল। এবার জুভেন্টাসকে হারিয়ে কোপা ১১ বছর পর কোপা ইতালিয়ার শিরোপা উঁচিয়ে ধরলো মিলানের দলটি। বুধবার রাতে স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটিতে ২-৪ গোলের রোমাঞ্চকর জয় পায় ইন্টার।
সবশেষ ২০১০-১১ মৌসুমে কোপা ইতালিয়ার চ্যাম্পিয়ন হয় ইন্টার মিলান। প্রতিযোগিতাটিতে সর্বমোট ৮টি শিরোপা জিতেছে দলটি।
ইতালিয়ান কাপের ফাইনালে এ নিয়ে মাত্র তৃতীয়বার দেখা হলো জুভেন্টাস ও ইন্টার মিলানের। ১৯৫৯ সালের পর ১৯৬৫ সালে সবশেষ শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। দুই দেখায়ই বিজয়ী হয় জুভেন্টাস। অর্থাৎ, প্রথমবারের মতো জুভদের হারিয়ে কোপা ইতালিয়ার শিরোপা উঁচিয়ে ধরলো ইন্টার মিলান।
বুধবার ফাইনাল ম্যাচটিতে নিকোলো বারেল্লার গোলে ইন্টার এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা টানেন অ্যালেক্স সান্দ্রো। দুই মিনিটের মাথায় জুভেন্টাসকে এগিয়ে নেন দুসান ভ্লাহোভিচ। নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে স্কোরলাইনে সমতা ফেরান হাকান কানহানোগ্লু এরপর ইনজুরি টাইমে ইভান পেরিসিচের জোড়া গোলে জয় নিশ্চিত করে ইন্টার।