সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শেরপুরে ড্রামভর্তি ৩১ হাজার লিটার সয়াবিন উদ্ধার, ৫০ হাজার টাকা জরিমানা

আব্দুল গাফফার, শেরপুর, বগুড়া:

বগুড়ার শেরপুরে ভোজ্যতেলের কালোবাজারী ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। প্রথম দিনে শহরের বারদুয়ারীপাড়ায় এক ব্যবসায়ীদের গোডাউনে মজুদ করে রাখা ৩১ হাজার ৮ লিটার সয়াবিন তেল ভর্তি ড্রাম পাওয়া গেছে। তথ্যগোপন করে কালোবাজারীর উদ্দেশ্যে মজুদ করায় ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২মে) বিকাল ৫টার দিকে শহরের বারদুয়ারী হাট খোলায় এই অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন। আর অভিযুক্ত ব্যবসায়ী হলেন বেলাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন ফকির।

শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন জানান, ওই ব্যবসায়ী সয়াবিন তেল মজুদ করে রাখলেও তথ্য গোপন করেন। পরে আমি গোডাউনে গিয়ে বিপুল পরিমাণ সয়াবিন তেল দেখতে পাই। কালোবাজারীর উদ্দেশ্যে এসব তেল মজুদ করা হয়েছিল। পরে ওই ব্যবসায়ী ৫০ হাজার টাকা জরিমানা দেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার করেন।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *