ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে বিলুপ্ত হওয়া একটি নীলগাই জবাই করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার(১২ মে) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ধর্মগড় ইউনিয়নের উত্তর মন্ডলপাড়া গ্রামে বিজিবি সদস্যের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম। স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান বলেন, আমি সবেমাত্র খবর পেলাম গ্রামবাসী একটি নীলগাই উদ্ধার করেছিল। কিন্তু গাইটি খুব অসুস্থ থাকায় জবাই দিয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারকে(ইউ.এন.ও.) জানিয়েছি। এদিকে বিজিবির পক্ষ হতে কোন মন্তব্য পাওয়া যায়নি।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও)সোহেল সুলতান জুলকার নাঈন কবির স্টিভ বলেন,বিলুপ্ত নীলগাইটি জবাই দেওয়া ঠিক হয়নি। তবে গ্রামবাসীর বক্তব্য গাইটি ভীষণ অসুস্থ ছিল তাই জবাই দিয়েছি। এর পূর্বে যে কয়েকটি গাই উদ্ধার করা হয়েছিল সবগুলো পরবর্তিতে মৃত্যু বরন করে। এদিকে খবর পেয়ে বন বিভাগের লোককে সেখানে পাঠানো হয়েছে। তারা ব্যবস্থা গ্রহণ করবেন।