শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
শেরপুর উপজেলায় বজ্রপাতে আব্দুল মালেক (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সহকর্মী ফেরদৌস আলম (৪৫) নামের একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৩ মে) দুপুরে শাহ্বন্দেগী ইউনিয়নের উচরং মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে এলাকার আঃ লতিফের ছেলে আব্দুল মালেক।
স্থানীয়রা জানান, আব্দুল মালেক পেশায় একজন ভ্যান চালক। ধান কাটার মৌসুমে শ্রমিকের দাম বেশি হওয়ায় সে ধান কাটার শ্রমিকের কাজ করতো এবং রাত্রের বেলায় ভ্যান চালাতো। সকালবেলা দিনমজুর হিসাবে ধানের জমিতে ধান কাটছিল। দুপুর পৌনে ১টার সময় বৃষ্টি সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায় এবং তার সহকর্মী ফেরদৌস আলম গুরুতর আহত হয়।
শাহ বন্দেগি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা লাশ উদ্ধার করে বাসায় নিয়ে গেছে এবং আহত ফেরদৌসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।