সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:৪৬ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও রোড ষ্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধার নাম রশিদা বেগম (৬০)। বাড়ি উত্তর ঠাকুরগাঁও বকস্ এর হাট এলাকার ইউসুফ আলীর স্ত্রী। শনিবার দুপুর ১ টায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহতের বড় ছেলে আব্দুর রশিদ জানান, আমার ছোট ভাই রবিউল ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠিয়ে দেওয়ার পর ট্রেন ছেড়ে দেয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আমার মা, পা স্লিপ করে পড়ে গিয়ে ট্রেনে কাটা পরে মৃত্যু বরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও রোড রেলওয়ে ষ্টেশন মাস্টার আক্তারুল ইসলাম বলেন, এ বিষয়টি ঊধ্বর্তন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে তদন্ত কমিটি এসে ব্যবস্থা গ্রহণ করবেন।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *