স্পোর্টস রিপোর্টার:
সফরকারী শ্রীলংকা ক্রিকেট দলের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নেমে বোলারদের দাপটে ভালই সূচনা করেছে বাংলাদেশ। অফ স্পিনার নাঈদ হাসানের জোড়া সাফল্যে দারুণ উজ্জীবিত বাংলাদেশ।
চট্রগাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে আজ (রবিবার) সকালে টস জিতে লংকান দলপতি দিমুথ করুনারত্নে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
দলীয় ২৩ রানে লংকান দলপতি করুনারন্তেকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তরুণ অফ স্পিনার নাঈম হাসান। ব্যক্তিগত ৯ রানে ফিরে যান করুনারত্নে। এরপর ৬৬ রানে আবারও আঘাত হানেন নাঈম হাসান। আরেক ওপেনার অসাদা ফারনান্দোকে উইকেটের পিছনে লিটন দাসের ক্যাচে পরিনত করেন নাইম। ফারনান্দো সাজঘরে ফেরার আগে করেন ৩৬ রান।
রিপোর্ট লেখা পর্যন্ত লাঞ্চের ২ উইকেটে ৭৩ রানে লাঞ্চে যায় লংকানরা।
ব্যক্তিগত ২৭ রানে অপরাজিত আছেন কুশাল মেন্ডিস। তার সঙ্গী এঞ্জেলা ম্যাথিউজ এখনো রানের দেখা পাননি।
বাংলাদেশ একাদশ:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন দাস, নাঈম হাসান, তাইজুল ইসলাম, খালেদ হোসেন এবং শরিফুল ইসলাম।