সিংড়া (নাটোর) সংবাদদাতা:
নাটোরের সিংড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে মানক্ষুন্ন করায় সাংবাদিক সাইফুল ইসলাম ও কোরবান আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী জনি হাসান লাবু, সেলিম হোসেন ও করোব আলী।
রবিবার বেলা ১১টায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী লাবু বলেন, কুরবান আলী নামে একজন তাঁর ফেসবুক আইডিতে আমাকে সন্ত্রাসী আখ্যায়িত করেছে। আমি বিগত দিনে কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়ে অল্প ভোটে হেরে যাই। জনগনের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। কেউ সমস্যায় পড়লে তাঁর পাশে দাঁড়াই। গত কয়েকদিন আগে কুরবান আলীর ভাই করোব তার ওয়ারিশ এবং পৈত্রিক সুত্রে পাওয়া জায়গার মধ্যে অবস্থিত পুরনো ঘরের ইট বিক্রি করে দেয়। এ বিষয়ে কুরবান আলীর পরামর্শে তাঁর সহযোগী সাংবাদিকরা ইট নিতে বাধা প্রদান করে এবং পুলিশী হয়রানী করে। ঐদিন কুরবান আলী তাঁর ফেসবুক আইডিতে আমাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করায় আমার সম্মানহানি ঘটেছে। সেলিম হোসেন ও করোব আলী বলেন, সাংবাদিক সাইফুল ইসলাম আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং বিভিন্নভাবে হুমকি দিয়েছে। আর কোরবান আলী সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সম্মানহানি করেছে।
এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি এবং বিষয়টি সুষ্ঠু তদন্তসহ আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান ভূক্তভোগীরা। ব্যবসায়ী জনি হাসান লাবু, সেলিম হোসেন ও করোব আলী গত শনিবারে সিংড়া থানায় সাংবাদিক সাইফুল ইসলাম ও কোরবান আলীর বিরুদ্ধে পৃথক ৩টি লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায়, দীর্ঘদিন থেকে মৃত আফসার আলীর পুত্র কামরুল ইসলাম করোব ও কোরবান আলীর বিরোধ চলে আসছে। গত ১০ই করোব আলী তাঁর পৈত্রিক সুত্রে পাওয়া মিলের গোডাউন ঘরের ইট সেলিম নামে একজনের কাছে বিক্রি করে।