সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার দিঘীরহাট বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে সাপাহার থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অতিরিক্ত মূল্যে মাছ ও বিভিন্ন পণ্য বিক্রি ও দোকানে মূল্য তালিকা না থাকার অপরাধে ৫ জন ব্যবসায়ীকে ৫ টি মামলায় ৮ হাজার ৫০০ টাকা অর্থদন্ড দেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) নুরল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।