বুধবার, নভেম্বর ৬, ২০২৪ ৮:১৯ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

খাশোগি হত্যা মামলা সৌদি আরবে স্থানান্তর করলো তুরস্ক

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রখ্যাত সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যা মামলা স্থগিত করে তা সৌদি আরবে স্থানান্তরের আদেশ দিয়েছে তুরস্কের একটি আদালত। বৃহস্পতিবার এ রায় দেয়া হয়।

তবে রায়টি অনেকটাই প্রত্যাশিত ছিল। কারণ গত সপ্তাহে আইনজীবীরা ২৬ সৌদি সন্দেহভাজনের অনুপস্থিতিতে এই মামলা সৌদি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার অনুরোধ জানিয়েছিলেন। পরে আইনমন্ত্রী তাতে সম্মতি দেন। তবে এ ব্যাপারে রিয়াদের উদ্যোগ ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে মানবাধিকার কর্মীরা বিচারকার্য স্থানান্তরের সমালোচনা করেছেন।

চার বছর আগে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতর জামাল খাশোগি হত্যাকাণ্ড বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। চাপ সৃষ্টি হয় সৌদি আরবের মূল ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপর।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাবুলের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করে সৌদি গুপ্তচরেরা। পরে তার লাশ কেটে টুকরো টুকরো করে ফেলা হয়।

পশ্চিমা বিশ্বে এমবিএস নামে পরিচিত যুবরাজ শুরু থেকেই হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।

Check Also

কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণে নিহত ২০

অনলাইন ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *