বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪ ৫:৪১ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

তেলের চাহিদা মেটাতে সরিষা আমদানি !

অনলাইন ডেস্ক:

ভারতের রাজস্থান থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে এই প্রথম সরিষার আমদানি শুরু হয়েছে। রোববার দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ। তেলের চাহিদা মেটাতে সরিষা আমদানি করা হচ্ছে বলে জানা গেছে।

আমদানিকারক প্রতিষ্ঠান সামিয়া ট্রেডার্সের প্রতিনিধি আহমেদ কবির জানান, দেশের বাজারে সরিষার প্রচুর চাহিদা রয়েছে। ভারতের রাজস্থান থেকে সরিষাগুলো আমদানি করছি। দেশের বিভিন্ন ওয়েল মিল এসব সরিষা ক্রয় করছেন। বিশেষ করে গোবিন্দগঞ্জের মামা-ভাগ্নে ও বগুড়া ওয়েল মিলে সরিষা সরবরাহ করা হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশের বাজারে তেলের দাম বৃদ্ধি এবং চাহিদা থাকায় ভারত থেকে সরিষা আমদানি করছেন আমদানিকারকরা। প্রতি কেজি সরিষা ১০০ টাকা দরে বন্দরেই বিক্রি করছেন তারা।

হিলি কাস্টমস সূত্রে জানা যায়, ভারত থেকে ১৮টি ট্রাকে প্রায় ৫৩৭ মেট্রিক টন সরিষা আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

Check Also

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা!

অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জেসিন্ডা আরডার্ন। ঘোষণাটি নিয়ে যে বিস্তর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *