সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১০:০৪ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

আজ শুরু দ্বিতীয় টেষ্ট, ফিরছেন তামিম, তাইজুল

স্পোর্টস ডেস্ক: পুরোপুরি এক বছর টেস্ট ক্রিকেটের বাইরে তামিম ইকবাল। গত বছরের এপ্রিলে শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। ঝড়ো ইনিংস দেখালেও মিস করেছিলেন দুটি সেঞ্চুরির সুযোগ। এরপর ইনজুরির কারণে বাইরে ছিলেন তিনি। পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে একাদশে ফিরছেন তিনি।

টেস্ট অধিনায়ক মুমিনুল হক ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেই ওয়ানডে অধিনায়কের সাদা পোশাকে ফেরার বিষয়টি এক প্রকার নিশ্চিত করেছেন, ‘তামিম ভাইয়ের অবস্থা এখন ভালো, আশা করছি আগামী ম্যাচে খেলতে পারবেন।’

তামিম একাদশে ফিরলে অনুমিতভাবে বাদ পড়বেন বাঁ-হাতি ওপেনার সাদমান ইসলাম। মুশফিক-মুমিনুলের মতো ছন্দে নেই তিনিও। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে সেঞ্চুরি পেয়েছিলেন এই টেস্ট ওপেনার। নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যর্থ হয়েছেন তিনি। শেষ দশ ইনিংসে কোন ফিফটি নেই তার। সর্বোচ্চ সংগ্রহ ২২।

তামিম ইকবালের সঙ্গে একাদশে আসছে অবধারিত আরও এক পরিবর্তন। তাসকিন আহমেদ ইনজুরি নিয়ে দেশে ফিরেছেন। তার জায়গায় একাদশে একজন স্পিনার আসার সম্ভাবনা বেশি। টেস্ট র‌্যাংকিংয়ে দেশের সেরা বোলার তাইজুল ইসলাম ফিরতে পারেন একাদশে। মেহেদি মিরাজের সঙ্গে তার স্পিন জুটি হওয়ার সম্ভাবনা বেশি।

পোর্ট এলিজাবেথের উইকেট ব্যাটিং বান্ধব বলে ধারণা পাওয়া গেছে। দমকা হাওয়ায় পেসারদের চেয়ে স্পিনাররা সুবিধা পেতে পারেন বেশি। এছাড়া ব্যাটিং বান্ধব উইকেটে দীর্ঘ সময় বোলিং করে যাওয়ার জন্য স্পিনই সেরা অপশন। তবে বাতাস থাকায় সুইং পেতে পারেন পেসাররা। একাদশে খালেদ আহমেদের জায়গায় আবু জায়েদ থাকবেন কিনা এটাই টিম ম্যানেজমেন্টের মাথা ঘামানোর বিষয়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির রাব্বি, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

Check Also

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলার মেয়েদের

অনলাইন ডেস্ক: নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম আসরে দুর্দান্ত শুরু করলো বাংলাদেশ। আসরের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *