মোঃ মোনায়েম হোসাইন:
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ শিক্ষার উন্নয়নে আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি। মঙ্গলবার রাতে (২৪মে ২০০২) কেন্দ্রীয় কমিটির সদস্যদের ভার্চুয়াল সম্মেলনে এ দাবি জামানো হয়।
সম্মেলনে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম বোরহান উদ্দিন এর সভাপতিত্বে ও মহাসচিব এস এম হাবিবুর রহমান এর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াস সদস্য মোঃ আলাল হোসেন, মোঃ ফয়েজ উদ্দিন, যুগ্ম মহাসচিব মোঃ আলমগীর হোসেন, কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মোনায়েম হোসাইন রাজু কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ নাসির উদ্দীন প্রমূখ।
সম্মেলনে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে জাতীয়করণ করতে হবে। শিক্ষকদের পুর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি অনুরূপ বেসরকারি শিক্ষকদের মেডিকেল ভাতা ও বাড়ি ভাড়া প্রদান, বেসরকারি শিক্ষকদের বদলি কার্যকর, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় আনা। বক্তারা আরও বলেন, দাবি আদায়ে শিক্ষকদের এক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। আমরা শিক্ষকদের দাবী দাওয়া আদায়ে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। অন্যথায় দাবি আদায়ে সকল শিক্ষক সংগঠনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ও যুগপৎ আন্দোলনের মাধ্যমে শিক্ষকের প্রানের দাবী জাতীয়করন সহ অন্যন্ন দাবি আদায়ে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি যে কোনো কর্মসুচী ঘোষণা করে দাবী আদায়ে ঐক্যবদ্ধ ভুমিকা পালন করবে। তারা আরও বলেন, শিক্ষার ৯৮ শতাংশ কিন্তু বেসরকারির হাতে। শিক্ষা ছাড়া ডেল্টাপ্ল্যান বাস্তবায়ন সম্ভব নয়। জাতীয়করণ হলে শিক্ষার মান বাড়বে, গরিব ও মেহনতী মানুষের সন্তানেরা নামমাত্র টাকায় পড়াশোনা করতে পারবে।