সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:৩০ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শেরপুরে ফেন্সিডিল সহ দুইজন গ্রেফতার

শেরপুর ( বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে ৬৫ বোতল ফেন্সিডিলসহ এক নারী ও এক যুবককে আটক করেছে শেরপুর থানা পুলিশ। (বৃহস্পতিবার) ২৬ মে সকাল ১১ টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদ্রা এলাকা থেকে তাদের দুইজনকে আটক করা হয়।
আটককৃত যুবক দিনাজপুর জেলার হাকিমপুর থানার মাটিপাড়া গ্রামের রাজু আহম্মেদের ছেলে হাসান (২২)। মহিলাটি অসুস্থ হওয়ায় তার নাম পরিচয় জানা যায়নি।

জানা যায়, অজ্ঞাত মহিলাটি ফেনসিডিল শরীরের সাথে মিশিয়ে নিয়ে একটি মোটরসাইকেল ভাড়া করে। সেই মোটরসাইকেলে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার সময় বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদ্রা এলাকায় পৌঁছালে স্পিড ব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে মহিলাটি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করতে এসে ফেনসিডিল দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
পরে শেরপুর থানা পুলিশ মোটরসাইকেলসহ তাদের দু’জনকে আটক করে। আহত মহিলাটিকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আটককৃত যুবক হাসান জানান, আমার বন্ধু সাগর মোটরসাইকেল দিয়ে এই মহিলাটিকে নিয়ে সিরাজগঞ্জে আসতে বলে। এ বিষয়ে আমি কোন কিছু জানিনা এবং মহিলাটির নাম জানিনা।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, একটি ডিসকভার ১৫০ সিসি মোটরসাইকেল ও ৬৫ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করা হয়েছে। মহিলাটি অজ্ঞান থাকায় তার নাম পরিচয় জানা যায়নি তাকে চিকিৎসার জন্য মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *