সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:৩৬ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

পাগলের ভয়ে পালাতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে পাগলের ভয়ে দৌঁড়ে পালাতে গিয়ে খাদের পানিতে ডুবে রুমি আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মে) রাণীনগর উপজেলার নয়া হরিশপুর বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু রুমি আক্তার উপজেলার নয়া হরিশপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে।

শিশুটির বড় চাচা মুজাম আলী বলেন, ‘এদিন সকাল ৯টার দিকে শিশু রুমি আক্তার ও তার এক সহপাঠী মিলে গ্রামের বিলে বাদাম কুরাতে যাচ্ছিলো। এসময় রাস্তায় এক পাগল দেখে শিশু রুমি ও তার সহপাঠী দৌঁড়াতে শুরু করলে রুমি একটি জমির গভীর খাদের পানিতে পড়ে যায়। এ সময় তার সহপাঠী রুমির পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন খাদের পানি থেকে শিশু রুমিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *