সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:৩৭ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্মানীভাতা না পাওয়ায় অসহায় জীবন যাপন করছেন সালমা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের ধনতলা ঠুমনিয়া গ্রামের মৃত আনিসুর রহমান এর ছেলে যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মৃত মতিয়ার রহমান এর দ্বিতীয় স্ত্রী সালমা আক্তার বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্মানীভাতা না পাওয়ায় গত ২৫/০৭/২০১৩ সালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর বরাবরে সম্মানী ভাতা পাওয়ার জন্য সঠিক কাগজ পত্র দিয়ে একটি লিখিত আবেদন করেন ।

আবেদনের সঙ্গে ৩ নং- ধনতলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান-এর ওয়ারিশান সনদপত্র, মৃত্যু সনদপত্র, আরেকটি সাবেক চেয়ারম্যান এর প্রত্যয়ন পত্র এবং তার নিজের ভোটার আইডি কার্ডের কপি সহ আবেদন করেন । আবেদন এর পরিবর্তে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে ০৪/০৪/২০২২ ইং তারিখে তদন্তের চিঠি প্রেরণ করেন । যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মৃত মতিয়ার রহমানের দ্বিতীয় স্ত্রী সালমা আক্তার অসহায় ও অভাবগ্রস্ত অবস্থায় দিনাতিপাত করছেন ।

সালমা আক্তার বলেন, আমি আমার স্বামীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা আমাকে যেন দেওয়া হয়। সম্মানীভাতা দিলে আমি আমার জীবন যাপন ভালো ভাবে কাটাতে পারব । আমার স্বামীর মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্মানীভাতা আমাকে দেওয়া হোক। এই ব্যাপারে আমি জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উপ-মহা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ স্যারের কাছে আকুল আবেদন জানাচ্ছি।

 

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *