অনলাইন ডেস্ক:
দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা এগিয়ে জুলাইয়ের ৩০ তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সেশনজট কমিয়ে দ্রুত শিক্ষাবর্ষ শুরু করতে সোমবার রাতে ভার্চুয়ালি গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক ভিসিদের কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা সূত্রে জানা গেছে, আগামী ৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট ও ২০ আগস্ট (সম্ভাব্য তারিখ) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
আরো জানা যায়, গতবারের চেয়ে এবারে ৩০০ টাকা বাড়িয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন ফি এক হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ গুচ্ছ) বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা ৩ সেপ্টেম্বর, মানবিকের ১০ সেপ্টেম্বর ও বাণিজ্যের ১৭ সেপ্টেম্বর নেয়ার সিদ্ধান্ত হয়েছিল।