বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪ ৩:২৬ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ইউরোপের আরও দুদেশে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

অনলাইন ডেস্ক:

রাশিয়ার মুদ্রা রুবলে অর্থ পরিশোধের দাবিতে সম্মত না হওয়ায় এবার আরও দুদেশে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া। দেশ দুটি হচ্ছে— ডেনমার্ক ও নেদারল্যান্ডস। এর আগে পোলান্ড, বুলগেরিয়া ও ফিনল্যান্ডের গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছিল।

মঙ্গলবার থেকে নেদারল্যান্ডসে আর গ্যাস দিচ্ছে না রাশিয়া।

সিএনএন ও আলজাজিরার খবরে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়ায় মস্কো ‘বন্ধু নয়’ এমন দেশের কাছে নিজ দেশের মুদ্রা রুবলের বিনিময়ে গ্যাস বিক্রি করতে চায়। কিন্তু ডেনমার্ক ও নেদারল্যান্ডস রুবলে মূল্য পরিশোধ করতে চায়নি। এ কারণে রাশিয়া ইউরোপীয় দেশ দুটিতে গ্যাস বন্ধ করে দিচ্ছে।

আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে,  ৩১ মের পর নেদারল্যান্ডসে আর গ্যাস দেবে না রাশিয়া। ডাচ গ্যাস কোম্পানি গ্যাসটট্যারা এ তথ্য নিশ্চিত করেছে। ডেনমার্কের দুটি কোম্পানিও একই কথা বলেছে। ডেনমার্ক মোট জ্বালানি চাহিদার ৪ শতাংশ এবং নেদারল্যান্ডস ২ শতাংশ রাশিয়ার গ্যাস থেকে পূরণ করে থাকে।

এ বিষয়ে নেদারল্যান্ডস বলছে, তারা অন্য উৎস থেকে গ্যাস পাওয়ার চেষ্টা করছে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *