সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:৩৯ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ইনায়েতপুর দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া

নওগাঁ প্রতিনিধিঃ

ইনায়েতপুর দাখিল মাদ্রাসার সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ বোয়ালিয়া ইউনিয়ন সভাপতি আব্দুর রাজ্জাক বলেছেন, দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে অত্র মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। মেধা ও নৈতিকতা সমন্বয়ে একটি উন্নত জাতি গঠনে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই।

সোমবার সকালে নওগাঁ সদর উপজেলাস্থ ইনায়েতপুর দাখিল মাদ্রাসার ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বোয়ালিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ প্রাং।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা নাজমুল হক ও সঞ্চালনায় ছিলেন এবতেদায়ী প্রধান মাওলানা মোঃ মোনায়েম হোসাইন। এতে আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, সকল শিক্ষক – শিক্ষিকা, ছাত্র- ছাত্রী।

শেষে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের হাতে মাদ্রাসার পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *