ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় মরা ব্রয়লার মুরগি এবং মরা ছাগলের গোস্ত বিক্রির ঘটনার রেশ কাটতে না কাটতে ১ মাসের মাথায় এবার মরা গরু জবাই করে গোস্ত বিক্রির সময় ২ জনকে আটক করে এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
৫ জুন রবিবার রাত সাড়ে ১১টায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও বালিয়াডাঙ্গী ইউএনও মোঃ যোবায়ের হোসেন এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের শাহাপাড়া গ্রামের সলিম উদ্দীনের ছেলে রমজান আলী (৪৫) ও বিশ্রামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে পয়জার আলী (৩৮)।
সহযোগী স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল গফুর জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার মটরা হাট থেকে একটি মরা গরু জবাই করার পর বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে ইজিবাইকে নিয়ে এসে গভীর রাতে কেটে গোস্ত বিক্রির চেষ্টাকালে স্থানীয় একজন ইউএনও কে মুঠোফোনে অবগত করে। পরে ঘটনাস্থলে পুলিশ সহ ইউএনও ২ জনকে আটক করলেও মোস্তফা নামে ১ জন পালিয়ে পালিয়ে যায়। তিনিই ঐ গরুর মালিক ছিলেন বলে জানা গেছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ যোবায়ের হোসেন জানান, জবাই করা পর গরুটি ইজিবাইকে নিয়ে এসে গোস্ত বিক্রির চেষ্টাকালে পুলিশ সদস্যদের সহযোগিতায় ২ জনকে আটক করা হয়। পরে তারা নিজেদের দোষ স্বীকার করলে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, ৬ জুন সোমবার দুপুরে আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত ২ জন কসাইকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগেও গত ২০ মে মরা ছাগল জবাই করে গোস্ত বিক্রির দায়ের নজরুল ইসলাম (৪৮) ওরফে ইদু নামে এক কসাই জেলে পাঠানো হয় এবং গত ১০ মে মরা মুরগির গোস্ত রান্না করে বিক্রি ও বিক্রির দায়ে হোটেল মালিক সেলিম উদ্দীনকে ৫ হাজার টাকা ও মাংস বিক্রেতা আব্দুলকে ১০ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।