অনলাইন ডেস্ক:
দীর্ঘদিন টি-টোয়েন্টি ক্রিকেটে অনুপস্থিত তামিম ইকবাল। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে কবে ফিরবেন তিনি? নাকি ফিরবেনই না? তামিমের অভিযোগ টি-টোয়েন্টি নিয়ে কথা বলারই সুযোগ দেয়া হয় না তাকে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিমের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা দাবি করলেন।
২০২০ সালের মার্চে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তামিম। চোট, বিশ্রামসহ নানা কারণে লম্বা হয়েছে তার বিরতি। প্রস্তুতি না থাকায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও সরে দাঁড়ান। গত জানুয়ারিতে বিপিএল চলাকালীন টি-টোয়েন্টি থেকে ৬ মাসের বিরতির ঘোষণা দেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। সেই ৬ মাসও শেষের পথে। সম্প্রতি টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তনের ভাবনা নিয়ে কথা বলতে গিয়েই তামিম অভিযোগ তোলেন।
ক্রিকবাজকে পাপন বলেন, ‘এটি পুরোপুরি মিথ্যা (যে আমরা তার সঙ্গে টি-টোয়েন্টি নিয়ে কথা বলিনি)। আমি ওকে অন্তত চারবার বাসায় ডেকেছি এবং টি-টোয়েন্টি খেলতে অনুরোধ করেছি। বোর্ডের অন্যরাও এ বিষয়ে ওর সঙ্গে কথা বলেছে।
এখন দেখুন ও কী বলছে!’
পাপন বলেন, ‘অনেকবার অনুরোধের পরও সে আমাদের লিখিত দিয়েছে যে এখন খেলতে চায় না। আমি বুঝতে পারছি না এখানে কনফিউশন আসলে কোথায়। আমি বলতে চাচ্ছি, ও কী বলতে চায় বলতে দিন। এরপর আমরা আমাদের হাতে থাকা প্রমাণ দেখাবো।’
আপাতত তামিমের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও, তাকে যেকোনো সময় এই ফরম্যাটে স্বাগত জানাতে প্রস্তুত পাপন, ‘আমরা তাকে টি-টোয়েন্টিতে দেখতে চাই। সে কি খেলবে? সে কি বিশ্বকাপ খেলতে চায়? যদি চায় তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতেই খেলতে হবে।’
রোববার গণমাধ্যমকে তামিম বলেন, ‘টি টোয়েন্টি নিয়ে যে পরিকল্পনা আমার, আমাকে তো বলার সুযোগই দেয়া হয় না। আমার মনে হয় এতটুকু আমার প্রাপ্য যে আমি কী চিন্তা করি এটা আমার মুখ থেকে শোনা।’