ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলায় ইকো পাঠশালা এন্ড কলেজে ফল উৎসব পালন করা হয়। ৭ মে মঙ্গলবার কলেজ প্রাঙ্গনে এ উৎসবের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইকো পাঠশালা এন্ড কলেজের আয়োজনে অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ সেলিমা আখতারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি মহিলা কল্যাণ কাবের সভানেত্রী ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক পত্নী জান্নাতুল ফেরদৌসী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
উৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। সেখানে প্রায় ৫০ প্রজাতির ফল প্রদর্শন করা হয়।