সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:৪৮ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

বগুড়ায় প্রাইভেটকার দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বে তালগাছে ধাক্কা লাগায় কারের যাত্রী স্বামী-নিহত হয়েছেন। বুধবার (৮ জুন) সকালে বগুড়া- নওগাঁ সড়কে দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বাসিন্দা ময়নুল হাসান (৭৪) ও তার স্ত্রী রওশন আরা (৬৫)। নিহতরা ঢাকার মোহাম্মদপুরে বসবাস করতেন।

পুলিশ জানায়, তারা ঢাকার মোহাম্মদপুর থেকে প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৭-৬৩৬২) যোগে নওগাঁয় আত্মিয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে ৭টার দিকে দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি রাস্তার পাশে একটি তালগাছের সাথে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। রওশন আরা গাড়ির মধ্যেই মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় ময়নুল হোসেন ও চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে সকাল সকাল ৯টায় ময়নুল হাসান মারা যান।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বে গাছের সঙ্গে ধাক্কা লেগে স্বামী -স্ত্রী নিহত হন। তাদের মৃতদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *