লালপুর ( নাটোর ) প্রতিনিধি:
নাটোরের লালপুরে অসুস্থ বাবার ময়লা কাপড় পরিস্কার করতে গিয়ে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন এক তরুণী। বৃহস্পতিবার (৯ জুন) সকালে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিখোঁজ ওই নারীর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ তরুণীর নাম আমেনা খাতুন (২০)। তিনি ওই এলাকার হাসেম মুন্নার মেয়ে। তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল।
লালপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. আব্দুর রাজ্জাক এবং ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু বিষয়টি নিশ্চিত করেছেন। ওই পরিবার ও স্থানীয় সূত্রে ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু জানান, বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৮টার দিকে গৌরীপুর গ্রামের প্যারালাইসিস রোগী হাসেম মুন্নার মেয়ে আমেনা খাতুন বাবার নোঙরা কাপড় নিয়ে পরিস্কার করতে পদ্মা নদীতে যান। কিন্তু অনেক সময় পরে ফিরে না আসায় পরিবারের লোকজন নদীর ধারে গিয়ে তার কাপড় ও স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ডুবুরি দল তার অনুসন্ধানে নামে।
লালপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. আব্দুর রাজ্জাক জানান, তার অনুসন্ধানে কাজ করছে